ইতিহাস :
সংক্ষিপ্ত পরিচিতি
** ক্রীড়া পরিদপ্তরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জেলা ক্রীড়া অফিস একটি সরকারি দপ্তর। গত ৭/৯/১৯৭৬ ইং তারিখ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের
(সংস্কৃতি ও ক্রীড়া বিভাগের) অফিস স্মারক নং-৪-ই৫/৭৬/৬৬২-সংক্রী- মোতাবেক ক্রীড়া পরিদপ্তর এর সৃষ্টি করা হয়। ক্রীড়া পরিদপ্তরের অধীনস্থ জেলা ক্রীড়া অফিস নীলফামারী,যা ক্রীড়া পরিদপ্তরের পরিকল্পনা ও নিদের্শনা নীলফামারী জেলায় বাস্তবায়ন করে ।
সৃষ্টির ইতিহাস ;
* বাংলাদেশের যুব সমাজকে শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা ও নেতৃত্ববোধ এবং সুস্থ ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ-সবল জাতি গঠন ও তৃণমূল পর্যন্ত ক্রীড়ার ব্যাপক সম্প্রসারণের উদ্দেশ্যে ১৯৭৬ সালে ক্রীড়া পরিদপ্তর সৃষ্টি হয়।ক্রীড়া পরিদপ্তরের অধীনস্থ জেলা ক্রীড়া সৃষ্টি করা হয়।নীলফামারী মহকুমা জেলার রুপান্তর হলে ১৯৮৮ সালে জেলা ক্রীড়া অফিস নীলফামারীর সৃষ্টি হয়।
নিম্নবর্ণিত উদ্দেশ্য নিয়ে জেলা ক্রীড়া অফিসের এর সৃষ্টি করা হয় ;
* তৃণমূল পর্যায়ে ক্রীড়ার ব্যাপক সম্প্রসারণ ও বাস্তবায়ন,
* স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের ক্রীড়ার উন্নতিকল্পে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন, ও বাস্তবায়ন।
* জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সহিত ক্রীড়া কার্যক্রমের পারস্পারিক সংযোগ রক্ষা ও সমন্বয়,
* দেশের স্কুল কলেজের ছাত্র- ছাত্রীসহ তরুণ সম্প্রদায়ের মধ্যে ক্রীড়া মানসিকতার পরিপূর্ণ উম্মেষ সাধন ক্রীড়া আন্দোলনকে জোরদার এবং এ ব্যাপারে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও টুর্ণামেন্টের আয়োজন করা।
খেলাধুলার ব্যাপক চর্চার সুযোগ সৃষ্টি তথা নীলফামারীতে ক্রীড়ার ব্যাপক সম্প্রসারণ, মানন্নোয়নে কর্মসূচী গ্রহণ ,বাস্তবায়ন ও ক্রীড়া কার্যক্রমকে বেগবান ও ব্যাপকভাবে ক্রীড়া চর্চা করার মাধ্যমে একেবারে তৃণমূল পর্যন্ত দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে সরকার ক্রীড়া পরিদপ্তরের অধীনস্থ জেলা ক্রীড়া অফিসের সৃষ্টি করে ।
* ক্রীড়া পরিদপ্তরের অধীনস্থ জেলা ক্রীড়া অফিস নীলফামারীর নিজস্ব কোন ভবন নেই। এটি ক্যাপ্টেন বাসার রোড (র্যাব অফিসের সামনে) সবুজ পাড়া, নীলফামারীতে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস